এসইও শিখতে হলে বা শেখার সময়ে যে বিষয়টি আমাদের শেখা জরুরী তা হলো কিওয়ার্ড সম্পর্কে ভালো স্পষ্ট জ্ঞান আমাদের থাকতে হবে।
আর না হলে পরিপূর্ণ এসইও কখনোই শেখা হবেনা।
যাহোক আজকে আমি এই পোস্টে আলোচনা করবো সর্ট কিওয়ার্ড কি? বা কাকে বলে?
এই বিষয় নিয়ে, এবং পরবর্তীতে সবধরনের কিওয়ার্ড নিয়েই পোস্ট করবো ইনশাআল্লাহ।
সর্ট কিওয়ার্ড সম্পর্কে জানার আগে আপনাকে জানতে হবে কিওয়ার্ড কাকে বলে?
কিওয়ার্ড হলো কোনো অনুসন্ধানকারী সার্চ ইন্জিনে যে শব্দ বা সেন্টেন্স লিখে সার্চ করে সেই শব্দটিকে বা বাক্যটিকেই কিওয়ার্ড বলা হয়।
আমরা কিওয়ার্ড কি জানলাম।
এখন জানবো সর্ট কিওয়ার্ড কি?
সর্ট কিওয়ার্ড হলোঃ সংক্ষেপে অনুসন্ধানকারীরা সার্চ ইন্জিনে যা লিখে সার্চ করে তাকেই বলা হয় সর্ট কিওয়ার্ড।
আরেকটু সহজে বলা যায়, একটি শব্দ বা অল্পসংখ্যক কিছু ক্যারেক্টার দিয়ে যে কিওয়ার্ড তৈরি হয় তাকে বলা হয় সর্ট কিওয়ার্ড।
যেমনঃ ইন্টারনেট কি?
নেট কি?
লাইফ কি?
এসইও কি?
সর্ট কিওয়ার্ড কি?
উপরোক্ত সব কিওয়ার্ড গুলো সর্ট কিওয়ার্ডের উদাহরণ।
0 Comments