আমরা যারা আর্টিকেল লেখালেখির কাজ করি এবং ব্লগিং করি তাদের কাছে এসইও শব্দটি পরিচিত একটি শব্দ।
কম বেশী সবাই এসইও শব্দটি শুনেছি এবং এসইও সম্পর্কে কমবেশি সবাই ই একটু জানি তাইতো?
কিন্তু অনেকেই রয়েছে যারা শুধু এসইও শব্দটি শুনেছে কিন্তু এটির সম্পর্কে সুস্পষ্ট ধারনা নেই, এবং ব্লগিং করতেছে।
এসইও না জানলে আপনি ব্লগিংয়ে কখনোই সাক্সেসফুল ব্যাক্তি হতে পারবেন না, কারন এসইও না জানলে আপনি প্রযাপ্ত পরিমানে ভিজিটর পাবেন না, আর বেশি ভিজিটর না থাকলে আপনার কন্টেন্ট পাবলিশ করতে ইচ্ছে করবেনা, বেশী ইনকাম হবেনা।
এবং বড় ব্যাপার হলো এসইও সম্পর্কে ভালো ধারনা না থাকলে আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন এর ফলে আপনার সাইটটি গুগল র্যাঙ্ক না আসতে পারে।
আপনি যদি ব্লাক হ্যাট এসইও করেন ভুলবশত ও তাহলেও আপনার সাইট গুগল থেকে অনেক বড় সমস্যায় পড়বে।
র্যাঙ্ক হারাবে এবং দেখা যাবে যে আপনার নিজের সাইটের নাম লিখে সার্চ করলেও গুগলে শো করবেনা, যদি ইউআরএল দিয়েও সার্চ করেন তাহলেও দেখতে পাবেননা সাইটটি।
এর ফলে আপনার সাইটের ভিজিটর রা যদি কোনো সময় গুগলে আপনার সাইট সার্চ করে তাহলে আপনার সাইট দেখতে পাবেনা।
এবং কোনো আর্টিকেল ও র্যাঙ্ক করবে না।
যাহোক নিজের সাইটকে ব্লাক হ্যাট এসইওর অধীনে না আনাটাই মঙ্গল।
ব্লাক হ্যাট এসইও থেকে বিরত থাকতে যে কাজগুলো করতে হবে আপনারঃ
১। কোনো প্রতারণা মুলক পোস্ট করা যাবেনা।
২। একই পোস্ট বার বার করা যাবেনা।
৩। নিজের ওয়েবসাইটে নিজেই বেশী পরিমানে পেজ ভিউ করা যাবেনা, এটা আমার মতে বলেছি।
এছাড়াও আরো অনেক কাজ করা যাবেনা, যা আরেকটু নেটে রিসার্চ করলেই পেয়ে যাবেন।
0 Comments