Tending

6/recent/ticker-posts

আমার দেখা সবথেকে সুন্দর একটি অডিও প্লেয়ার হলো (Pulser)আমার দেখা সবথেকে  সুন্দর একটি অডিও প্লেয়ার হলো (Pulser) 

আমারা অনেকেই অডিও গান শুনি ফোনে থাকা ডিফল্ট অডিও প্লেয়ার দিয়ে বা কেউবা প্লেস্টোর থেকে এক্সট্রা অডিও প্লেয়ার এ্যাপ ডাউনলোড করে সেটি দিয়ে শুনে থাকি।

মুল কথা হলো গান শুনতে পারলেই সেটিকে  আমরা  অডিও প্লেয়ার এ্যাপ বলতে পারি।
কিন্তু ভালো অডিও প্লেয়ার এ্যাপ বা সর্বশ্রেষ্ঠ অডিও প্লেয়ার এ্যাপ বলতে পারিনা।
কারন একটি ভালো অডিও প্লেয়ারের নির্দিষ্ট কিছু গুন থাকা প্রয়োজন যেমনঃ ১। ফোল্ডার গুলো ম্যানুয়ালি সিলেক্ট করে গান শোনার সিস্টেম থাকবে।
২। এ্যালবাম আকারে থাকবে গানগুলি।
৩। সব অডিও গুলো একত্রে লিস্ট আকারে থাকবে।
৪। অডিও গান বা গজলে পিকচার সেভ করে দেওয়ার সিস্টেম থাকতে হবে।
৫। এ্যালবাম নাম, ট্রাক নাম, আর্টিস্ট নাম সবকিছু এডিট করার সিস্টেম থাকতে হবে।
৬। লক অবস্থায় অডিও গান, বা গজলকে চেন্জ করার পুশ করার অপশন থাকতে হবে।
এছাড়া ও আরো অনেক কিছু থাকবে একটি ভালো অডিও প্লেয়ারে, যা সবকিছুই আছে এ প্লেয়ারটিতে।
 
অডিও প্লেয়ার এ্যাপটির নামঃ Pulser
এ্যাপটির সাইজঃ  ৭ মেগাবাইট প্রায়।
এ্যাপটি প্লেস্টোরে নাম লিখে সার্চ করলেই পেয়ে যাবেন।আজকের মতো এখানেই শেষ করছি এখানে পোস্ট টি।
ভালো থাকুন সুস্থ থাকুন। 

Post a Comment

0 Comments