Tending

6/recent/ticker-posts

জীবন সেটা যেটা তুমি নিজে বানাবে ।। Bangla Motivational Speech

জীবন সেটা যেটা তুমি নিজে বানাবে তুমি চাইলে এটাকে নরক বানাতে পারো আবার তুমি চাইলে এটাকে স্বর্গ বানাতে পারো এটা একটা গুগলি তোমার অন্তরের তুমি যদি সর্বদা সেই আগুন টা কে ঢেকে রাখো তুমি কখনোই জানতে পারবে না এই আগুনের তাপ কত কি জানে কতটা তোমার আসল ক্ষমতা বাড়ে অন্ধকার মেঘলা রাতের নতুন করে আলোচনা করতে পারো যে নিজের সাথে অন্যদেরকে পথ দেখাবে যারা আলোকে কেউ কখনো নেভাতে পারবে না ।

যারা আলো নিভে যাবে না কখনো কোন কারণের জন্য অনেকে থাকতে চাইবে তোমার সাথে অনেকের ছেড়ে দিতে চাইবে তোমাকে থাকতে দাও তাদের যারা থাকতে চাই এতে তাদের যারা যেতে চায় কিন্তু সর্বদা মনে রাখবি খারাপ সময়ে যে তোমাকে ছেড়ে দিতে চাইবে তুমি করে তার কাছে কোনদিনও যাবে না যতই খারাপ পরিস্থিতি হোক তুমি নিজেকে তুচ্ছ ভাববে না আর যারা তোমার খারাপ সময় তোমার পাশে থাকবে তাদেরকে তুমি কোনদিনও ভুলবে না তুমি জন্মেছ জীবনে অনেক কিছু পাওয়ার জন্য তাহলে তার অপেক্ষা করছো তুমি যখন তুমি বুঝতে পারবে তোমার আসল ক্ষমতা তখন কেউ পারবেনা তোমাকে ডুবিয়ে দিতে যখন তুমি জানতে পারবে ।


তোমার দিনটা তখন তুমি বুঝতে পারবে তোমার আসল যোগ্যতা তখন তুমি নিজেই তোমার পথ নির্ধারণ করতে পারবে তখন তুমি জানতে পারবে সেই ছোট ছোট জিনিস গুলো ম্যাচ যে গুলোর জন্য তুমি আজ দুঃখ পাচ্ছো তুমি আজ যা কিছু পেয়েছো তুমি তার থেকে অনেক বেশি কিছু ডিজার্ভ করো আর তাই এটাই সময় নিজের সুখকে সারা পৃথিবীর সামনে নিয়ে আসার নিজেকে নিজের মতো করে গড়ার নিজেকে এই নকল দুনিয়ার মধ্যে থেকে খুঁজে বার করার তৈরি করুন ।

নিজের সম্পদ আর দেখো তোমার সাথে কি থাকে যারা সত্যিই তোমাকে ছাড়া সত্যি তোমাকে ভালোবাসে তারা সর্বদা তোমার সাথে থাকবে যারা থাকতে চাই সাথে তাদের থাকতে দাও যারা যেতে চায় তাদের যেতে দাও কারোর অপেক্ষায় থেকো না কারো জন্য থেমে যেওনা কারণ এই পৃথিবী থামবে না তোমার জন্য আজ পরিস্থিতি যাই হোক তোমাকে সামনের দিকে এগোতে হবে সমস্ত কষ্ট পেতে হবে তোমার জীবন তোমাকে কষ্ট দেবে তবে সেই কষ্ট তোমাকে বদলে দেবে ভালোবাসো নিজেকে সাথে থাকুন নিজের এরকম হাজার বাধা পেরোতে পারো তুমি যদি তোমার সঙ্গে থাকো তুমি ।

Post a Comment

0 Comments