আজ তুমি এগাতে চাইছো এই জীবনের প্রতিযোগিতায় আজ তুমি উন্নতি করতে চাইছো তোমার জীবনের প্রতিটি এরিয়ায় কিন্তু এগুলো করতে গিয়ে তোমাকে নানান ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে আজ তুমি চাইছো নিজেকে বদলাবে কিন্তু সেটা করার জন্য তোমাকে যে পরিশ্রম করতে হবে সেটা করতে তুমি একটু ভয় পাচ্ছ আজ ইচ্ছে করছে একটুও সময় নষ্ট করব না আর ওই মোবাইল ফোনে কিন্তু তা সত্বেও তুমি কিছুতেই ওই ছয় ইঞ্চি স্কিন তাকে ছেড়ে থাকতে পারছ না নিজের ভবিষ্যৎকে নিয়ে অনেক কিছুই ভাবনা চিন্তা করার আছে ।
তোমার কিন্তু সেখানে মনোযোগ দেওয়ার সময় নেই এখন তোমার আর এটাকে যদি তুমি জীবন মনে করো তাহলে আমি বলি এটা তোমার জীবন নয় এটা একটা ভুল ভ্রান্তি এটা কে তুমি আর যাই বল জীবন কখনোই বলতে পারোনা তুমি সুযোগ পেয়েছ এই সুন্দর পৃথিবীতে জন্মাবার তুমি সুযোগ পেয়েছ নিজের জীবনকে সুন্দরভাবে করার কিন্তু তুমি এখন সেগুলো কে উপেক্ষা করে মোবাইল ফোন আর বন্ধুদেরকে গুরুত্ব দিচ্ছ আমি এটা বলব না যে বন্ধু মানে খারাপ পথে নিয়ে যাবে তবে হ্যাঁ বন্ধু মানে এটা না যে সর্বদা তোমাকে সঠিক পথ দেখাবে ।
তোমার জীবন আজ তোমার হাতে তুমি চাইলে এটাকে নরক বানাতে পারো আবার তুমি চাইলে এটাকে স্বর্গ বানাতে পারো কিন্তু যদি তুমি ভয় পাও না বিপত্তির সম্মুখীন না হতে চাও তাহলে তোমার জীবন নরক হতে বেশি সময় লাগবে না যদি তুমি মনে করো পরিশ্রম না করে নিজের জন্য কোনরকম আপনি সফল হয়ে যাবো তাহলে বন্ধু এটা তোমার ভুল ধারণা কারণ এভাবে যদি সফল হওয়া যেত তাহলে আজ এত মানুষ বেকার হয়ে ঘুরে বেড়াতো না তুমি পুরোপুরি নিজের স্বপ্নকে কখনো বাস্তবে আনতে পারবে না ।
তুমি যত তাড়াতাড়ি বুঝবে ততই তাড়াতাড়ি তুমি সফল হবে যতদিন এই ভুল-ভ্রান্তিতে থাকবে আমার সময় অবশ্যই পাল্টাবে ততদিন তুমি ওই আশাতেই বসে থাকবে কারণ যখন বাড়ি যাবে তখন তুমি সেটাকে পাল্টাবে যদি তোমার মধ্যে কোন চেষ্টা কোন ক্ষমতা না থাকে জীবনে কিছু করা তাহলে সারা জীবন তোমাকে এই আশাটা নিয়েই মরে যেতে হবে যে আমারও সময় পাল্টাবেন একদিন সময় কারো গোলাম নয় কারো কথাতে চলে না যদি তুমি খারাপ পরিস্থিতিতে থাকো এই সমাজ কোনদিনও চাইবে না তুমি আবার উঠে দাঁড়াও সমাজ চাইবে তোমাকে আরো নিচে নামিয়ে দেওয়ার কিন্তু তারা নামাতে পারবে না তোমাকে দেখে যদি তুমি প্রত্যেকদিন চেষ্টা করো সব বাধা পেরিয়ে উপরে ওঠার চেষ্টা আপনার পরিবারের সময়কে বদলে দিতে সবার আগে হারিয়ে দিতে ।
তাই আজ বন্ধ করো নিজেকে ভুল-ভ্রান্তিতে ঢুকিয়ে দেওয়া তোমার জীবনে কোনদিন পাল্টাবে না যতক্ষণ না তুমি বাল জানো যদি তুমি অপেক্ষায় থাকো কিছু চমৎকার ঘটনা তাহলে তোমাকে অপেক্ষাই করে যেতে হবে আর যদি তুমি আজ সমস্ত আশা-প্রত্যাশা কে দূরে সরিয়ে শুধু পরিশ্রম আর চেষ্টাকে বেছে নাও তাহলে চমৎকার করতে হবে তোমার জীবনে এবার তোমার উপরে নির্ভর করছে তুমি লুজার হতে চাও না আর রোজার হতে সময় লাগবে না কোনো পরিশ্রম করতে হবে না কিন্তু উইনার হতে হলে অনেক পরিশ্রম আর বেশ কিছুটা সময় তোমাকে অপেক্ষা করতে হবে
0 Comments