যেটা আমাদের করা প্রত্যেকটা ভুলগুলোকে শুধরে নেওয়ার আরো একটি সুযোগ করে দেয় এবার তুমি দেখো এই সুযোগটি কে তুমি তোমার জীবনে কাজে লাগাতে পারো কিনা আমাদের জীবনের পাঁচটি চ্যাপ্টারকে আমি তোমাদের সামনে তুলে ধরছি যেটা আমাদের প্রত্যেকের জীবনের সাথে কোথাও না কোথাও মিলে যাবে চ্যাপটার ওয়ান আমি একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সেই রাস্তার ধারে একটি বড় গর্ত ছিল আরো অনেকটাই গভীর ছিল যেতে যেতে হঠাৎ আমি পরিচয় সেই গর্তে আর এখন আমি অসহায় কিন্তু এখানে আমার কোন ভুল ছিল না অনেকটা সময় লেগে গেল ।
আমার এখান থেকে বার হওয়ার উপায় খুঁজে বার করতে চ্যাপ্টার 2 আমি আবারও সেই একই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর সর্বদা তখন সেখানে আছে আমি এমন একটা ভান করলাম যেন সেটা দেখতেই পাইনি সেটা কে পাশ কাটিয়ে বার হয়ে যাব কিন্তু আমি আবারও পড়ে গেলাম সেই গর্তে আমি বিশ্বাসই করতে পারছি না আবারও সেই একই সমস্যা নেই আমি ফেঁসে গিয়েছি কিন্তু এতে আমার কোন দোষ ছিলনা আবারো আমার অনেকটাই সময় চলে গেল এখান থেকে বাইরে বার হতে চ্যাপ্টার থ্রি আমি সেই একই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এবং সেই বর্বর সেখানেই আছে আমি সেটা দেখতে পেলাম উপর থেকে আমি দেখলাম যে সেটা কত গভীর আরো জঘন্য ।
এভাবে দেখতে দেখতে আমি আবার ওই গর্তে পড়ে গেলাম কিন্তু আমার চোখ দুটো খোলা ছিল আমি জানিনা আমি কোথায় পড়ে আছি আমি জানি আমি কি ভুল করেছি এবং এই অবস্থার জন্য একমাত্র আমিই দায়ী আর তাই অবিলম্বে আমি এখান থেকে বার হতে চাই আমি আবারো সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি রাস্তার ধারে সেই গল্পটা ওখানেই আছে আমি ওই গর্ত থেকে একটু দূরে তার চারপাশে ঘোরাঘুরি করতে লাগলাম কারণ এটা আমার অভ্যাসে পরিণত হয়েছিল আমি ওই রাস্তাটিকে ছেড়ে দিয়ে অন্য একটি রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম তুমি আমি আমাদের প্রত্যেকের জীবনে এমন কেউ নেই যে কখনো কোনো ভুল করেনি যে কখনো কোন সময় ফেল হয়নি তবে সেই মিসটেক গুলো সেই সিরিয়ালগুলো যাই হোক না কেন আমাদের কাছে ।
কিন্তু সকল সময় একটি চয়েস বেঁচে থাকে সেই মিসটেক গুলো আমরা কি আবার রিপিট করব আমরা কি সেই পথে আবারো চলব যে পথ এর আগের বার ফেল হয়েছে নাকি আমরা অন্য আরেকটি পথকে বেছে নেব প্রত্যেকটি প্রত্যেকটি স্টেক এর কারণে আমরা আমাদের জীবনে অনেক কিছু শিখতে পারি এবং সেই শিক্ষাগুলো কে কাজে লাগিয়ে নিজেদের জীবনকে আরও উন্নত করতে পারি মানুষের জীবনে ভুল করা এটা প্রকৃতির নিয়ম আর সেই ভুলটি কে স্বীকার করে নেওয়া এটা জীবনে এগিয়ে যাওয়ার নিয়ম এবং ওই ভুলটা শুধরে নেওয়া এটা জীবনে সফল হওয়ার নিয়ম ও সফলতা সফলতা থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ জিনিস কারণ অসফলতার মানুষকে সফলতার রাস্তাটি দেখায় যে জেতার হয় সেই কখনো হার মানে না আর যে হার মেনে নেয় সে কখনোই জিততে পারে না ।
0 Comments