ভাগ্যকে দোষারোপ করো না আজ পর্যন্ত সেই তোমাকে কি দিয়েছে প্রশ্ন করো নিজেকে যে ভাগ্য বদলানোর জন্য আজ পর্যন্ত তুমি কতটা পরিশ্রম করেছ সময়ের কারণে দেশে রয়েছে কিন্তু আমি হতাশ হয়ে যায়নি সময়ের কাছে হেরে যাবো এতটা কমজোর এভাবে আমি নিজেকে তৈরি করিনি রাস্তা ছেড়ে দেবে সমস্ত সমস্যা কেউ আটকাতে পারবে না এমন একটি পুরুষ হয়ে দেখা দুনিয়া যার কথা ভুলতে পারবেনা সহজ-সরল একটা জীবনকে আগুনের গোলা বানিয়ে দিয়েছি সফল হয়ে জীবনে বাঁচার জন্য আর কিছু মানুষ বেঁচে আছে ।
শুধু খাওয়া আর ঘুমানোর জন্য দুনিয়ার পড়ুয়া কখনোই করো না কারণ যার কাছে কিছুই থাকেনা দুনিয়া তাকে দেখে হাসতে লাগে আর যার কাছে অনেক কিছু থাকে দুনিয়া তাকে দেখে চলতে থাকে এই চোখ আর যখন এগুলো পথে আসা এক একটা বাধা পথের সমাপ্তি না লড়ে নেব কারণ এগুলোর মেয়াদ খুবই সীমিত অনন্ত না তারা হোয়াটসঅ্যাপ ফেসবুকে স্ট্যাটাস বানাতে ব্যস্ত থাকবে কিন্তু তুমি তোমার লাইফ স্ট্যাটাস বানাতে সর্বদা ব্যস্ত থাকো আর এর প্রতিটি পাথর খুবই কঠিন হয় কারণ সে গুলোকে করানো যায়না কিন্তু ওই পাথরগুলোর আরো একটি গুণ আছে সেগুলো কখনো বদলায় না পরোয়া করিনা দুনিয়া আমাকে নিয়ে কিভাবে কি বলে আমি খুব ভালো ছেলে এটা আমার মা আমাকে বলে ।
যদি কিছু হতেই হয় তবে বিশাল কিছু হও যাতে লোকেদের কাম শুতে যায় তোমার ক্ষমতার গায়ে মাখতে মাখতে দুনিয়াতে সবথেকে বেশি স্বপ্ন ভেঙেছে একটাই শব্দ লোকে কি বলবে যখনই মন পড়ে নিয়েছো সমুদ্র পার করার তখনই এটা ভাবা বেকার যে কত বড় সেই সমুদ্রের আকাশ বাতাস হয়ে যেও না নিজের জীবনের কাছে যে কোন সময় নাম বদলে যেতে পারে যদি ইচ্ছা থাকে কিছু করা আর এমন থাকে কিছু হওয়ার তাহলে কাগজ বেচতে বেচতে কেউ আবদুল কালাম হতে পারে আর স্ট্রেনের চাচা সত্ত্বেও কেউ নরেন্দ্র মোদি হতে পারে জীবনে কখনো কারোর মজা করিও না কারণ তুমি জানো না সে ভেতরে ভেতরে নিজের সাথে যেই লড়াইতে ধৈর্য ধর বন্ধু এই পরিস্থিতি একদিন বদলে যাবে ।
যার হাসি ঠাট্টা করছে তারাই তোমাকে সেদিন সম্মান করবে যদি নিশ্চিত হয় তাহলে বেতুরা উড়তে পারে তাকেই বলা হয় যে আর নিশ্চিত হওয়া সত্ত্বেও ময়দান ছেড়ে পালায় না যেকোনো মানুষের বর্তমান দেখে তার ভবিষ্যতের আন্দাজে লাগিও না কেননা সময়ের কাছে এতটাই শক্তি আছে যে কয়লা কেউ এড়িয়ে বানিয়ে দিতে পারে যদি প্লানে এই কাজ না করে তাহলে চিন্তার কোন কারণ নেই কারণ 12254 আছে সেগুলো ট্রাই করো নিজেকে মোবাইলে আসা অতিথির মত বানাও যাতে দ্বিতীয় বার তোমাকে কেউ ব্যবহার না করতে পারে উড়তে দাও মাটিতে পড়ার পূর্বে হাওয়া যখন হবে তখনই নিচে এসে পড়বে বলে বসে থেকেছে সে সর্বদা পিছিয়ে গিয়েছে ।
আজকের ভরসায় চলা শুরু করেছে সে সর্বদা জীবনে এগিয়ে গিয়েছে মেনে নিলাম যে ভাগ্যে যা লেখা আছে তা কখনো বদলায় না কিন্তু তুমি চেষ্টা করো চেষ্টা করলে তবেই ভাগ্য বদলাবে হয়তো তোমার এটাই লেখা আছে ওই নার্সের কাছে রেজাল্ট এর কাছে খালি থাকে স্বপ্ন দেখা স্বপ্ন পূরণের মধ্যে শুধু পরিশ্রমের পার্থক্য থাকে পুরুষের সময়ে তোমার জীবনে ভরে যাবে তোমার তোমার গোটা জীবনকে বদলে দেবে সেটা তুমি এগিয়েছো একদিন সেটা তুমি অবশ্যই পেয়ে যাবে ।
0 Comments