বেশিরভাগ সময় মানুষকে বলতে শুনিনি বহু সময় মনের দুঃখের কথা জীবনের যা কিছু পেতে চেয়েছি তা কখনো পায়নি জীবনের যখন যা কিছু আশা করেছি এটা কখনও পূরণ হয়নি যে প্রস্তুতিতে স্বপ্নটিকে যে মানুষটিকে জীবনের সবচেয়ে বেশি পেতে চেয়েছি কোনটাই আমার নসিবে নেই বন্ধু না এমনটা আপনার সাথে কারণ হচ্ছে যে এতদিন পর্যন্ত আপনি জীবনে যা কিছু পেয়েছেন তা করছেন না ।
যা কিছু আছে অলরেডী পেয়ে গেছেন জীবনে আর কোন ভ্যালু নেই আপনার কাছে আপনি শুধু তার পেছনে ছুটে বেড়াচ্ছেন চক্করে পড়ে আপনার কাছে যা কিছু আছে তাও আপনার নজরুল সঙ্গীত দিন হারিয়ে যাচ্ছে আপনার জীবন থেকে যে জিনিসটা আপনার কাছে নেই তার জন্য কান্নাকাটি করে কি লাভ হবে আপনার কাছে জিনিসগুলো আপনার করুন মাহমুদ অনেক দুঃখে ছিল সে পরিশ্রম ও করত সেদিন ভাবলে আমি কিছু টাকা জমা করে নেই তারপর বাবা-মাকে হজে পাঠাবো তারপর জমাতে এত সময় লেগে গেল যে বাবা-মা শরীরে অচল হয়ে গেল তারপর সে ভাবল যে আমার স্ত্রী যে আমার সারাটা জীবন কাটিয়ে দিল তাকে আমি অনেক দামি কিছু গিফট দেবো ।
কিন্তু প্রতি মাসে এত খরচ হয়ে যায় যে তুমি কিছু অবশিষ্ট থাকে না তখন কোন ভাবে যে নিজের পরিবারকে নিয়ে বিদেশে ঘুরে আসবো কিন্তু কোন ইচ্ছা পূরণ হচ্ছে না তারপর একদিন সে অনেক দুঃখী হয়ে একজন সাধু বাবার কাছে গেল এবং সে তার জীবনের সকল দুঃখ কষ্টের কথা সাধুবাবা গান সাধুবাবা গান ফুল গুলোর মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে আমার জন্য নিয়ে আসো শর্ত হচ্ছে যে বাদাম দিয়ে তুমি খুব দেখতে দেখতে কেটে যাবে কিন্তু পেছন ফিরতে পারবে না কেননা এই বাগানের নিয়ম হচ্ছে যে তুমি হাঁটতে হবে কোনো ব্যবস্থা নেই তার মানে হচ্ছে থাকবে পিছনে ফিরে আসতে পারবে না এই মানুষটি বাগানের ভেতরে প্রবেশ করল সামনে নিশ্চয়ই আরো সুন্দর ফুল আছে ।
এভাবেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল এমন যেতে যেতে সে স্থানে চলে আসলো এবং সেখানে সে কিছু ঝরে যাওয়া ফুল দেখতে পেল কিন্তু শর্ত মোতাবেক সে পেছনে যেতে পারবে না তাই সরে যাওয়া একটা ফুল নিয়ে এসে সাধু বাবার কাছে আসলো তখন সম্পুর্ন বাগানে ঝরে যাওয়া ফুল তোমার এতো ভাল লাগলো তখন সে মানুষটি বলল বাবা আপনার বাগান অনেক সুন্দর এবং অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আমি ভাবছিলাম আমি নিশ্চয়ই আরো ভালো আছে এভাবে আমি এগিয়ে যেতে ছিলাম এখন সে স্থানে যখন আমি এসে গেছি সেখানে মাত্র পুড়ে যাওয়া ফুল গুলো ছিল যেহেতু আপনার শর্ত ছিল পেছন ফিরে যাওয়া যাবে না তাই আমি এই ফুলটি নিয়ে এসেছি তোমার জীবনে এসেছিল সে গুলোকে সামনে নিয়ে খুশি হয়ে যাব যা কিছু হবে যা কিছু পাবে তাতে তুমি সুখী হবে কিন্তু এটা না করে যদি বর্তমান নিয়ে খুশি থাকতে আনন্দে থাকতে তুমি জীবনে অনেক সুখ পেতে যা কিছু পেয়েছি যা কিছু আছে আমাদের জীবনে এত সুন্দর একটা জীবন আমরা করিনা ।
0 Comments